বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ০৮ সেপ্টেম্বর, ২০১৯

যশোরের শার্শার ওসিকে প্রত্যাহার

যশোরের শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে তাকে যশোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন বরিশাল মেট্রোপলিটনের পরিদর্শক আতাউর রহমান। এ তথ্য নিশ্চিত করে যশোরের পুলিশ সুপার মঈনুল হক বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবে মশিউর রহমানকে বদলি করা হয়েছে। তার বদলির সঙ্গে গৃহবধূ ধর্ষণ মামলার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন পুলিশ সুপার। এ ঘটনায় সারাদেশে তোড়পাড় সৃষ্টি হয়েছে। ওসি মশিউর রহমানের দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে। এমতাবস্থায় তাকে প্রত্যাহার করে যশোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এদিকে যশোরে আলোচিত গৃহবধূ ধর্ষণ মামলার তদন্ত শুরু করেছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। পিবিআই ডাক্তারি পরীক্ষায় পাওয়া ধর্ষণের আলামতের সঙ্গে অভিযুক্তদের ডিএনএ টেস্ট করানোর উদ্যোগ নিয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের গৃহবধূ ধর্ষণ মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআই যশোরকে। তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে ইন্সপেক্টর শেখ মোনায়েম হোসেনকে। দায়িত্ব পেয়েই তিনি নির্যাতিত ও মামলার বাদীর বাড়ি পরিদর্শন ও জবানবন্দি গ্রহণ করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তারা আধুনিক বিভিন্ন প্রযুক্তিও ব্যবহার করছেন। তারা আশা করছেন তদন্ত শেষে খুব দ্রুত তারা এ ব্যাপারে রিপোর্ট প্রদান করতে পারবেন।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শার্শা,ওসি,প্রত্যাহার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close