গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

  ০৩ জুলাই, ২০১৯

জমির ক্ষতিপূরণ চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ

নেত্রকোনার বিশিউড়া থেকে গৌরীপুর হয়ে ঈশ্বরগঞ্জ বাজার পর্যন্ত সড়ক প্রশস্তকরণ প্রকল্পের ক্ষতিগ্রস্ত জমির মালিকরা তিন দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

বুধবার দুপুরে উপজেলার বোকাইনগর ইউনিয়নের নাহড়া বাজারে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

তিনদফা দাবিগুলো হলো, অধিগ্রহণভুক্ত জমির সীমাণা নির্ধারণ, ক্ষতিগ্রস্ত জমির মালিকের তালিকা প্রকাশ ও জমির মালিকদের ক্ষতিপূরণ।

মানববন্ধনে বক্তরা বলেন, ২১ কিলোমিটার এই দীর্ঘ এ সড়ক নির্মাণে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হবে। কিন্তু সড়কের জমি অধিগ্রহণ করতে গিয়ে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা এখনো কোনো ক্ষতিপূরণ পায়নি। আমাদের দাবি ক্ষতিগ্রস্তরা যেনো সরকারিভাবে ন্যায্য ক্ষতিপূরণ পায়।।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বোকাইনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এমদাদুল হক ও আক্কাস আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম, সহ সম্পাদক আজহারুল ইসলাম, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আহমেদ খান, আনোয়ারুল ইসলাম, রকিবুল ইসলাম, হযরত আলী, মর্তুজ হোসেন খান, মোস্তফা মুনশী, জামাল হোসেন, নজরুল ইসলাম, হাবীবুর রহমান, হাদীস মিয়া, আজিজুল হক আব্দুল কাদির প্রমুখ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জমির ক্ষতিপূরণ,গৌরীপুর,জমি অধিগ্রহণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close