কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ২৩ মে, ২০১৯

কেরানীগঞ্জে দুদকের গণশুনানি

ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দুর্নীতির চিত্র নিয়ে গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘রুখব দুর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদক চেয়ারম্যান ড. মো. মোজাম্মেল হক খান।

এ সময় তিনি বলেন, আমরা আজকের গণশুনানিতে ২৭টি অভিযোগ পেয়েছি। তবে কোনো অভিযোগ সুনির্দিষ্ট ছিল না। তিনি আরো বলেন, জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে গড়ে তোলার জন্য গণশুনানির আয়োজন করা হয়েছে।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, ইউএনও শাহে এলিদ মাইনুল আমীন প্রমুখ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কেরানীগঞ্জ,দুদকের শুনানি,দুদক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close