উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ২০ মার্চ, ২০১৯

মিয়ানমারে সাজা ভোগকারী ৪ বাংলাদেশি ফিরেছে

চোরাইপথে মালয়েশিয়া গমন এবং ইয়াবার চালান আনতে গিয়ে প্রতিবেশী দেশ মিয়ানমারে সাড়ে ৯ বছর কারাভোগ শেষে পতাকা বৈঠকের মাধ্যমে ৪ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে।

বুধবার মিয়ানমারের অভ্যন্তরে মন্ডু ১ নম্বর পয়েন্টে এক পতাকা বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে মিয়ানমার কারাগারে সাজা ভোগকারী টেকনাফ সদর ইউপির নাজিরপাড়ার মো. জসিম, মো. ইলিয়াছ, মৌলভীপাড়ার সাব্বির আহাম্মদ এবং আবুল কালামের পুত্র আজগর আলীকে ফেরত দেয় মিয়ানমার।

নাজিরপাড়ার দুইজন মালয়েশিয়া যেতে গিয়ে মিয়ানমার আদালতে ২১ বছর এবং মৌলভীপাড়ার দুইজন ইয়াবা আনতে গিয়েই ২৫ বছর সাজাপ্রাপ্ত হন।

সাড়ে ৯ বছর সাজা ভোগের পর অবশিষ্ট সাজা মিয়ানমার সরকার মওকুফ করে দেয়। বিজিবি প্রতিনিধি দল স্বদেশ ফেরত আসা ৪ জন বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মিয়ানমার,বাংলাদেশি ফেরত,টেকনাফ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close