উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ০৪ ফেব্রুয়ারি, ২০১৯

উখিয়ায় পৃথক ঘটনায় তরুণ-তরুণী খুন

উখিয়ায় পৃথক ঘটনায় রোহিঙ্গা তরুণীসহ ২ জন খুন হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজাপালং ইউনিয়নের হাঙ্গরঘোনা গ্রামের মকতুল হোসেন সাওদাগরের ছেলে ছৈয়দ আলম কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পের খাদিজা আকতার (১৮) নামের এক রোহিঙ্গা যুবতীকে দীর্ঘ ৩ মাস ধরে বাড়িতে কাজের মেয়ে হিসেবে ছিল।

গতকাল রোববার বিকাল ৫টার দিকে প্রত্যক্ষদর্শীরা হাঙ্গরঘোনা এলাকার গহীন অরণ্যে লাশ দেখতে পেয়ে উখিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাদিজার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এলাকাবাসীরা জানায়, রোহিঙ্গা তরুণী খাদিজা ৩ দিন ধরে নিখোঁজ হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লেও রহস্যজনক কারণে এলাকার কেউ মুখ খুলছে না।

অপরদিকে, উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের সাবেক রুমখা গ্রামের মোঃ আলীর ছেলে নাছির উদ্দিনকে (২১) ক্লাসে পাড়া গ্রামের জাফর আলমের ছেলে তারেকের নেতৃত্বে মৃত আব্দুস শুক্কুরের ছেলে নাজির হোসেন, মকতুল হোসনের ছেলে মোবারক, নুরুল ইসলামের ছেলে শাহজান, ফজল আহম্মদের ছেলে দুদু মিয়া, শুক্কুরের ছেলে ছিদ্দিকসহ পূর্বপরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করেছে বলে নিহতের পিতা মোঃ আলী দাবি করছেন।

রোববার সন্ধ্যা ৬টার দিকে রুমখা বড়বিল এলাকার রাস্তার মাঝে এ হত্যাকাণ্ড ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের ২টি লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের লাশ মর্গে পাঠানো হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খুন,রোহিঙ্গা তরুণী,উখিয়া,লাশ উদ্ধার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close