উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ১২ জানুয়ারি, ২০১৯

উখিয়ার শিক্ষাঙ্গনগুলোতে উৎসবমুখর পরিবেশ

উখিয়ার শিক্ষাঙ্গন গুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শনিবার সকাল ১০টায় উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্ধোধনকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. ছৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক ছাত্রীদের ক্রীড়া নৈপুন্য উপভোগ করেন।

এসময় তিনি ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা ও সংস্কৃতি চর্চা পড়া লেখায় মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে। তাই ছাত্রীদের ইচ্ছেমত পড়া লেখার পাশাপাশি সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করার আহ্বান জানান।

উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া খানম ক্রীড়া প্রতিযোগিতার সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রামস্থ আঞ্চলিক পরিচালক প্রদীপ চক্রবর্তী, আঞ্চলিক উপ-পরিচালক আজিজ উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা সালেহ উদ্দিন চৌধুরী, কক্সবাজার সদরের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহিন প্রমুখ।

পরে প্রধান অতিথি শিক্ষাঙ্গনে বনজ ও ফলজ গাছ রোপন করেন।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উখিয়া,শিক্ষাঙ্গন,উৎসব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close