reporterঅনলাইন ডেস্ক
  ০৫ জানুয়ারি, ২০১৯

ধর্ষণ : রুহুল আমিনকে আ.লীগ থেকে বহিষ্কার

নোয়াখালীর সুবর্ণচরে দলবেঁধে ধর্ষণের ঘটনায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক জানান, শুক্রবার রাতে দলের জরুরি সভায় বহিষ্কারের এই সিদ্ধান্ত হয়।

রুহুল সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন। গত ৩০ ডিসেম্বর ভোটের দিন রাতে সুবর্ণচরের মধ্যবাগ্যা গ্রামে রুহুল আমিনের ‘সাঙ্গোপাঙ্গরা’ স্বামী-সন্তানকে বেঁধে রেখে চল্লিশোর্ধ এক নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর এ পর্যন্ত রুহুলসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। রুহুল সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও চর জুবিলী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

আওয়ামী লীগ নেতা ওমর ফারুক বলেন, কারো ব্যক্তিগত অপরাধের দায়িত্ব দল নিতে পারে না। গণধর্ষণের ঘটনায় জড়িতদের মধ্যে রুহুল আমিনের নাম উঠে আসায় তাকে তার পদ থেকে বহিষ্কার করা হল। একই সঙ্গে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হলো।

এই মামলায় গ্রেফতার অন্যরা আওয়ামী লীগের সঙ্গে জড়িত নয় বলে তাদের বিষয়ে দলের করণীয় কিছু নেই বলে তিনি জানান। মামলার অপর আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বহিষ্কার,সুবর্ণচর,আওয়ামী লীগ,ধর্ষণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close