কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

  ১২ ডিসেম্বর, ২০১৮

আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

কলাপাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ এনে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে নৌকা ও ধানের শীষের প্রার্থীরা। বুধবার বেলা ১১ টায় পটুয়াখালী-৪ সংসদীয় আসনের বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ হোসেন উপজেলা বিএনপির কার্যালয়ে এবং দুপুর সাড়ে ১২ টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে আওয়ামী লীগ প্রার্থী মুহিব্বুর রহমানের পক্ষে আওয়ামী লীগের নেতারা সংবাদ সম্মেলন করেন। এসময় লিখিত বক্তব্যে ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন পত্র জমা দেয়ার পর থেকেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলছেন। প্রশাসনও নিরব ভূমিকা পালন করছে। শুরুর দিকের চেয়ে এখন তাদের আচরণবিধি লঙ্ঘন আরো ভয়াবহ আকার ধারন করেছে। নির্বাচনের বিধি তোয়াক্কা না করে নৌকা মার্কার প্রার্থী আচরণবিধির ১০ উপ-ধারার ‘চ’ এর স্পষ্ট লঙ্ঘন করে গত ১১ ডিসেম্বর উপস্থিত মানুষকে প্রায় পনের হাজার খিচুরীর প্যাকেট সরবরাহ করেছে।’

তিনি আরও অভিযোগ করে বলেন, ‘ধূলাসার ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসীরা চাপলী বাজারের ধানের শীষের নির্বাচনী কার্যালয়ের চেয়ার টেবিল লুট করে নিয়ে যায়। ডালবুগঞ্জে ধানের শীষের প্রচারের মাইক ভাংচুর করে প্রচার বন্ধ করে দিয়েছে। কুয়াকাটার চিহ্নিত সন্ত্রাসীরা মাইক ভেঙ্গে প্রচার বন্ধ করে দিয়েছে। মহিপুর বাজারে প্রচার বন্ধ করে দিয়ে ধানের শীষের কর্মীদের মারধর করে গুরুতর জখম করা হয়েছে।’

ধানের শীষের এই প্রার্থী তার লিখিত বক্তব্যে আরও বলেন, ‘রাঙ্গাবালী উপজেলার খালগোরা বাজারে পথসভা করার জন্য সহকারী রিটার্নিং অফিসারের নিকট থেকে লিখিত অনুমতি নেয়ার পর পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছিল। কিন্তু আওয়ামী যুবলীগের নেতারা পথসভার পূর্বেই হামলা চালিয়ে বিএনপির ১’শ থেকে দেড়শ নেতা-কর্মীকে মারাত্মক জখম করে। চরমোন্তাজ ইউনিয়নের বশির ফকিরের পা কেটে দিয়েছে।’

মোশাররফ বলেন, সমস্ত অভিযোগ রিটার্নিং অফিসারের বরাবরে লিখিতভাবে জানানো হয়েছে। সবশেষে তিনি দ্রুত নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। অপরদিকে কলাপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান।

তিনি তার লিখিত বক্তব্যে ধানের শীষের প্রার্থীর আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তারা যে অভিযোগ করেছে তা সম্পূর্ন মিথ্যা। তারা মিথ্যার উপর দাড়িয়ে রাজনীতি করছে। রাঙ্গাবালীতে বরং বিএনপির কর্মীরা আমাদের সমর্থকদের উপর হামলা চালিয়েছে। সেই হামলায় আহত ৫০ জনের মধ্যে গুরুতর আহতরা বরিশালে চিকিৎসাধীন ও ৮/১০ জন কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই হামলায় বহিরাগত সন্ত্রাসীরা অংশগ্রহন করেছে। এখন পর্যন্ত তারা নির্বাচনী কোনো বিধি লঙ্ঘন করেনি।’

পৃথকভাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উভয় দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পটুয়াখালী,আ.লীগ-বিএনপি,পাল্টাপাল্টি,সংবাদ সম্মেলন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close