ফরিদপুর প্রতিনিধি

  ১০ ডিসেম্বর, ২০১৮

ফরিদপুরে ১৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রির্টানিং কর্তকর্তা। সোমবার সকাল সাড়ে নয়টা থেকে ফরিদপুর জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া ১৭ প্রার্থীদের মাঝে তাদের প্রতীক বরাদ্দ করেন। জেলা সিনিয়র নির্বাচন কর্মকতা আলাউদ্দিন এসময় উপস্থিত ছিলেন।

সকাল ১০টার দিকে ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মঞ্জুর হোসেন বুলবুল দলের নৌকা প্রতীক গ্রহন করেন, এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীক গ্রহন করেন প্রার্থীর পক্ষে অ্যাড. সিরাজুল ইসলাম।

ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রতীক গ্রহন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা যুবলীগের সভাপতি এএইচএম ফোয়াদ।

ফরিদপুর-২ আসনে বিএনপির ধানে শীষ প্রতীক গ্রহন করেন দলীয় প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু, এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক গ্রহন করেন প্রার্থীর পক্ষে শাহাদাব আকবর লাবু চৌধুরী।

ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রতীক গ্রহন করেন দীপক মজুমদার, এই আসনে বিএনপির প্রতীক গ্রহন করেন খন্দকার ইকবাল হোসেন সেলিম। এছাড়াও এই আসনে বর্তমান এমপি (স্বতন্ত্র) মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের পক্ষে প্রতীক গ্রহন করেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান শাহদাত হোসেন।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফরিদপুর,প্রার্থী,প্রতীক বরাদ্দ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close