পটুয়াখালী প্রতিনিধি

  ২২ নভেম্বর, ২০১৮

পটুয়াখালীতে নারী উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময়

‘নারীরা জাগলে জাগবে দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ স্লোগান নিয়ে ‘দি- পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’ এর আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় চেম্বার মিলনায়তনে ব্যবসা বাণিজ্যে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণমূলক মতবিনিময় সভা ও ব্যবসা বিষয়ক প্রশিক্ষণ সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান। চেম্বারের সভাপতি মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি ফরহাদ জামান বাদল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা খানম।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নারী উদ্যোক্তা নাসরিন মোজাম্মেল এমা, মহিলা কাউন্সিলর সৈয়দা আকলেমুন্নেছা রুবী, শহর আওয়ামী লীগের সভাপতি শাহজালাল খান ও পরিদর্শক (ডিবি) খন্দকার মো. জাকির হোসেন।

অংশগ্রহণমূলক মতবিনিময় সভা ও ব্যবসা বিষয়ক প্রশিক্ষণ সনদ প্রদান অনুষ্ঠানে জেলার ২ শতাধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। শেষে শতাধিক নারী উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করা হয়।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পটুয়াখালী,নারী উদ্যোক্তা,মতবিনিময়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close