হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

  ০৯ নভেম্বর, ২০১৮

‘পুলিশ টাকা চাইলে ৯৯৯ নাম্বারে কল দিন’

‘জিডি, তদন্ত, চার্জশিট, পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্সসহ সকল পুলিশি কাজে অথবা থানার খরচের নামে কোনো টাকা দেবেন না। সরকার পুলিশি কাজে সব ধরনের ব্যয় প্রদান করে। সব মানুষ যেমন ভালো নয়, তেমনি সব পুলিশও খারাপ নয়। পুলিশ অনৈতিকভাবে টাকা চাইলে ওসি, সার্কেল অথবা আমাকে কল দিন। আমাদের মোবাইল নম্বর মনে না থাকলে ৯৯৯ নাম্বারে কল দিন।’

শুক্রবার বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ বিশ্বরোডে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির পিপিএম এসব কথা বলেন।

হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন, হাজীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রায়হানুর রহমান জনি, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সুফী খারুল আলম খোকন ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির।

হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রভাষক জাহিদ হাসানের পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলী আশ্রাফ দুলাল, সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আসফাকুল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যানদের পক্ষে মানিক হোসেন প্রধানীয়া, শিক্ষকদের পক্ষে অধ্যাপক সেলিম, উপজেলা কমিউনিটি পুলিশংয়ের সদস্য ফেরদৌস আক্তার প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নান, ইউপি চেয়ারম্যান আবদুল হাদি, গোলাম মোস্তফা স্বপন, জাকির হোসেন লিটু, মনির হোসেন গাজী, রফিকুল ইসলাম মিলিটারী, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের আহ্বায়ক ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পুলিশ,টাকা,৯৯৯,কল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close