দিনাজপুর প্রতিনিধি

  ১১ অক্টোবর, ২০১৮

হিলি স্থলবন্দর ৯ দিন বন্ধ ঘোষণা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে। ভারত হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, বন্দরটির বিপরীতে অবস্থিত ভারত হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত সাহা স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, ভারতে দুর্গোৎসব উপলক্ষে আগামী ১২ থেকে ২০ অক্টম্বর পর্যন্ত এ পথে আমদানি-রফতানি বন্ধ থাকবে।

আগামী ২১ অক্টোবর থেকে কার্যক্রম যথারীতি চলবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আব্দুস সবুর জানান, দুর্গোৎসব উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হিলি স্থলবন্দর,আমদানি-রফতানি,বন্ধ ঘোষণা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close