ঠাকুরগাঁও প্রতিনিধি

  ০৪ সেপ্টেম্বর, ২০১৮

স্কুলের উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে পারপুগী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার সকালে এক কোটি টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই বাংলাদেশ। এদেশকে আমাদেরকে ভালোবাসতে হবে; দেশের মানুষদের ভালোবাসতে হবে। আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষকে ভালোবাসে এবং দেশের উন্নয়নে কাজ করছে।

পারপুগী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুসতারুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হিরু, পারপুগী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।

পিডিএসও/ এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্কুলের,উর্দ্ধমূখী সম্প্রসারণ,ভিত্তিপ্রস্তর স্থাপন,ঠাকুরগাঁও,পারপুগী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close