দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

  ১৮ আগস্ট, ২০১৮

দৌলতপুরে গরু ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ বাজার এলাকায় নিজ বাড়িতে মনিরুল ইসলাম (৫৫) নামে এক গরু ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মনিরুলের পরিবার ঢাকায় বসবাস করে। ব্যবসায়িক প্রয়োজনে মাঝেমধ্যে মনিরুল ওই বাড়িতে এসে একা বসবাস করতেন বলে জানা গেছে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার হোসেনাবাদ বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা ও কামাল মন্ডলের ছেলে গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম নিজ বাড়ির তৃতীয় তলায় ঘুমিয়ে ছিলেন।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তার ভাতিজা বকুল তার জন্য সকালের খাবার নিয়ে যায়। বকুল ঘরের দরজা খোলা দেখতে পায়। কোনো সাড়াশব্দ না পেয়ে মনিরুলের শয়নকক্ষে গিয়ে মেঝেতে জবাই করা অবস্থায় মনিরুলের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, কে বা কারা মনিরুলকে গলা কেটে খুন করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে। ব্যবসায়িক দ্বন্দ্ব, পারিবারিক কলহসহ বেশ কিছু সূত্র নিয়ে পুলিশ কাজ করছে বলে তিনি জানিয়েছেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গলাকাটা লাশ,কুষ্টিয়া,গরু ব্যবসায়ী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close