গাইবান্ধা প্রতিনিধি

  ০৩ আগস্ট, ২০১৮

গাইবান্ধায় সকল রুটে বাস চলাচল বন্ধ

নিরাপত্তার কারণ দেখিয়ে শুক্রবার সকাল থেকে সারাদেশের মত গাইবান্ধার পরিবহন শ্রমিকরাও বাস চলাচল বন্ধ রেখেছে। দূরপাল্লা ও আন্তঃজেলা বাস ও কোচ চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। কোনো ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ থাকায় হঠাৎ করেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছুতে বাস স্ট্যান্ডে এসে ফিরে যেতে বাধ্য হন যাত্রীরা। অনেকে বিআরটিসির দু’একটি বাসে যাতায়াত করলেও কেউবা আবার বিকল্প উপায়ে জরুরি যাতায়াত করছেন সিএনজি ও অটোবাইকযোগে। অনেকেই ট্রেন ধরে গন্তব্যে পৌঁছেছেন।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেকুল ইসলাম মুরাদ বলেন, শ্রমিক ইউনিয়ন থেকে বাস চলাচল বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সড়কে নিরাপত্তাহীনতার কারণে শ্রমিকরা বাস চালানো বন্ধ করতে পারে।

জেলা মোটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন মুকুল বলেন, মালিক সমিতির সিদ্ধান্তে এ ধর্মঘট নয়। শ্রমিকরা গাড়ি চালানো বন্ধ রাখায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাস চলাচল বন্ধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist