পাবনা প্রতিনিধি

  ১৫ জুলাই, ২০১৮

স্বপ্নের ট্রেন আন্তনগর পাবনা এক্সপ্রেসের যাত্রা শুরু

পাবনা থেকে আজ রোববার ১৫ জুলাই রাজশাহীর উদ্দেশে ছেড়ে গেছে পাবনাবাসীর স্বপ্নের আন্তনগর পাবনা এক্সপ্রেস ট্রেন। সকাল ৭টা ১৫ মিনিটে ট্রেনটি নবনির্মিত রেলওয়েস্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে ট্রেনটি ঈশ্বরদি থেকে সকাল ৫টা ৪৫মিনিটে পাবনার উদ্দেশ্যে ছেড়ে এসে ৬টা ৪৫মিনিট পাবনা পৌছে। পরে আবার ৭টা ১৫ মিনিটে রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করে।

পাবনা এক্সপ্রেস নামের ট্রেনটি ৬টি বগিতে ৪২৩ আসনের বিপরীতে প্রায় ২৫০জন যাত্রী নিয়ে রোববার প্রথমবারের মত পাবনা-রাজশাহীর মধ্যে যাত্রা শুরু করলো। ট্রেনটি রোববার সকালে পাবনা পৌঁছালে উৎসুক জনতা রেল লাইনের দু’ধারে দাঁড়িয়ে হাত নেড়ে আনন্দ উল্লাস প্রকাশ করে।

উল্লেখ্য, দীর্ঘ ৪৬ বছর পর পাবনাবাসীর অন্যতম দাকি স্বপ্নের রেলপথ গত শনিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। পাবনা পুলিশ লাইনস মাঠে জেলা আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈশ্বরদী-পাবনা ঢালার চর রেললাইনের উদ্বোধন করেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাবনা,পাবনা এক্সপ্রেস,ট্রেন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist