reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জুন, ২০১৮

বন্যার পানিতে মৌলভীবাজার শহর প্লাবিত

বন্যার পানি মৌলভীবাজার শহর প্রতিরক্ষা বাঁধের ভাঙন দিয়ে শহরে প্রবেশ করেছে। গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে পৌর এলাকার বাড়ইকোনা এলাকায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। এরপরই পৌর এলাকার ৬, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বির্স্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এর পাশাপাশি মোস্তফাপুর ইউনিয়ন ও কনকপুর ইউনিয়নেরও কিছু এলাকা প্লাবিত হচ্ছে।

শহর প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ হওয়ায় গতকাল দুপুর থেকে সেনাবাহিনীর একটি দল, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), মৌলভীবাজার পৌরসভা, জেলা প্রশাসনসহ স্থানীয় জনসাধারণ বালিভর্তি বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করে।

গত কয়েকদিন ধরে ভারতের উত্তর ত্রিপুরা এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় মনু, কুশিয়ারা ও ধলাই নদীর পানি বৃদ্ধি পায়।

অপরদিকে কুলাউড়া, কমলগঞ্জ, রাজনগর ও সদর উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তলিয়ে গেছে এসব এলাকার বাড়িঘরসহ রাস্তাঘাট। পানিবন্দি রয়েছে জেলায় প্রায় পাঁচশ গ্রামের তিন লাখ মানুষ।

জেলা সদরের সঙ্গে এসব উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বন্যা,প্লাবিত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist