মোঃ নাজমুল সাঈদ সোহেল, চকরিয়া

  ২৪ জানুয়ারি, ২০১৮

চকরিয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের স্কুল আনুষ্ঠানিক উদ্বোধনে মুক্তিযোদ্ধা মন্ত্রী

‘অচিরেই প্রতি মাসে মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হবে’

অচিরেই প্রতি মাসে মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন, মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক(এম পি)। বুধবার বিকাল ৩টায় কক্সবাজারের চকরিয়া উপজেলার অন্তর্গত লক্ষ্যারচর ইউনিয়নের ছিকল ঘাটস্থ বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজের আনুষ্ঠানিক উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের জন্য বর্তমানে তিন মাস পর পর ভাতা দেয়া হলেও মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ নীতিমালা- ২০১৩ মোতাবেক প্রতিমাসে ভাতা প্রদান মর্মে উল্লেখ রয়েছে। রাজাকার, আলবদর ও পিস কমিটির সদস্যদের তালিকা প্রণয়নের উদ্যোগ অব্যাহত রয়েছে। তবে এর একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিল। তবে বিএনপি-জামায়াত জোট আমলে এ তালিকা সরিয়ে ফেলা হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ১১টি প্রকল্প বাস্তবায়ন করছে।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর বর্তমান গণতান্ত্রিক এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার ব্যতীত প্রতিটি সরকারই স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছে।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কক্সবাজার জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমন্ডার প্রয়াত আলহাজ্ব আনোয়ার হোসেন বাঙ্গালীর স্মৃতি বিজড়িত (মরহুম বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাষ্ট) প্রতিষ্ঠিত ও শিক্ষাবিদ এম মামুনুল হক পরিচালিত নবযাত্রায় স্কুলটির সূচনাপর্ব।

উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উদ্বোধন ঘোষণা করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এম এ। বিশেষ অতিথি হিসেবে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তাফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, মহেশখালী-কুতুবদিয়া সংসদীয় আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফজলুল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, সোনালী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের এ্যাসিসটেন্ট ম্যানেজিং ডিরেক্টর সাজিদুল আনোয়ার ও মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা জামাল উদ্দিন জয়নাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষা উপদেষ্ঠা এম মামুনুল হক।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাষ্ট এর চেয়ারম্যান রেজাউল করিম সেলিম উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

উদ্বোধন শেষে মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বিকাল ৪ টায় মরহুম মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালীর কবর জিয়ারত করেন।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অচিরে,মুক্তিযোদ্ধা ভাতা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist