reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জানুয়ারি, ২০১৮

‘এমপিওভুক্তির জন্য আন্দোলনের প্রয়োজন নেই’

এমপিওভুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর আর কোনো আন্দোলনের প্রয়োজন পড়ে না বলে মন্তব্য করেছেন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

শুক্রবার দুপুরে ব্যক্তিগত উদ্যোগে শীতার্ত ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের শেরে বাংলা উচ্চবিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়।

আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, এমপিওভুক্তির ব্যাপারে আগামী বাজেটে নীতিমালা তৈরি করা হবে। নীতিমালায় যারা এমপিওভুক্তির আওতায় পড়বেন, তারাই হবেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরে আর কোনো আন্দোলনের প্রয়োজন হয় না। আপনাদের দিকে তাকালেই প্রধানমন্ত্রী সব দুঃখ-কষ্ট বুঝতে পারেন।

শেখ হাসিনাকে ১৭ বার হত্যার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এখনো তার আশপাশ দিয়ে বুলেট ঘুরপাক খাচ্ছে। তবে রাখে আল্লাহ মারে কে।

বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুল হকের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার, বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন ভূঁইয়া প্রমুখ।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এমপিওভুক্তি,আন্দোলন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist