reporterঅনলাইন ডেস্ক
  ১৬ জানুয়ারি, ২০১৭

পরের টাকা নিয়ে বাহাদুরি করছে রিজাল : অর্থমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ফিলিপাইনের রিজাল ব্যাংক চুরির এ অর্থ নিয়ে বাহাদুরি করছে। এটা ঠিক না। এ অর্থের মালিক বাংলাদেশ। মালিককে (বাংলাদেশ) এ অর্থ ফেরত দিতেই হবে। অর্থমন্ত্রী সোমবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘ফিলিপাইনের সঙ্গে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না। এ প্রতিবেদন প্রকাশ হলে কেউ সুবিধা পেতে পারেন। এটা আমরা দিতে পারি না।’

অর্থমন্ত্রী আরো বলেন, ‘ফিলিপাইনের আদালতে আমরা এ বিষয়ে চূড়ান্ত রায়ের অপেক্ষায় আছি। চূড়ান্ত সমাধান না হওয়া পর্যন্ত এ প্রতিবেদন প্রকাশ করা হবে না।’

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সরকার তদন্ত কমিশন গঠন করে। এ কমিশন এরই মধ্যে অর্থমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন পেশ করেছে। এ প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হবে বলে অর্থমন্ত্রী একাধিকবার সাংবাদিকদের জানিয়েছেন।

গত বছরের ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক সাইবার চক্রের হ্যাকাররা সুইফট কোড জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করে। বিপুল পরিমাণ এ অর্থের মধ্যে স্থানান্তরিত করে আট কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকে (আরসিবিসি) পাঠানো হয়। আর শ্রীলঙ্কার প্যান এশিয়ান ব্যাংকে যায় ২০ মিলিয়ন ডলার।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist