reporterঅনলাইন ডেস্ক
  ০৮ মে, ২০১৮

মোবাইলে কিনুন বিমানের টিকিট

বিমান বাংলাদেশ এয়ারলাইনস যাত্রীদের টিকিট ক্রয়ের সুবিধার্থে প্রচলিত ট্রাভেল এজেন্ট ও অনলাইন টিকেটিংয়ের পাশাপাশি এবার চালু করলো মোবাইল ফোনের মাধ্যমে টিকিট বিক্রয় সেবা। বিমান প্রধান কার্যালয় বলাকায় গতকাল সোমবার এক অনুষ্ঠানে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল মুহাম্মদ ইনামুল বারী, বিবিপি, এনডিইউ, পিএসসি (অব.) আনুষ্ঠানিকভাবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টিকিট ক্রয়ের সেবা উদ্বোধন করেন।

বিমানের ১৫টি আন্তর্জাতিক ও সাতটি অভ্যন্তরীণ গন্তব্যের যেকোনো টিকিট কিনতে এখন থেকে ০২৮৯০১৬০০ এক্সটেনশন ২৭১০ ও ২৭১১ অথবা সরাসরি মোবাইল নম্বর ০১৭৭৭-৭১৫৬১৩-এ ফোন করে টিকিট বুকিং/কিনতে পারবেন। টিকিটের মূল্য পরিশোধের ক্ষেত্রে বিকাশ/রকেটের মাধ্যমে পেমেন্ট করা যাবে। যাত্রীরা তাদের টিকিটের কপি ই-মেইল/হোয়াটসঅ্যাপ/ভাইবার/ ইমোতে পাবেন।

আন্তর্জাতিক টিকিট ক্রয়ের ক্ষেত্রে যাত্রীরা পাসপোর্টের স্ক্যান কপি ই-মেইল/মোবাইলের মাধ্যমে পাঠাতে পারবেন। যাত্রীরা দেশ-বিদেশের যেকোনো প্রান্ত থেকে এ সুবিধা পাবেন। মোবাইল/ফোনের মাধ্যমে টিকিটের সব সুবিধা সপ্তাহের সাত দিনই সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পাওয়া যাবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিমান বাংলাদেশ এয়ারলাইনস,বিমানের টিকিট,মোবাইলে টিকিট বিক্রয়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist