নিজস্ব প্রতিবেদক

  ২৪ জুলাই, ২০১৭

‘সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি’ তৈরির আহ্বান

ব্যাংকিং খাতের উন্নয়নে আইসিটি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে ব্যাংকিং ব্যবসাকে এগিয়ে নিচ্ছে আইসিটি। তবে ব্যাংকিং খাতে আইসিটি প্রসারের পাশাপাশি সাইবার ঝুঁকিও বাড়ছে। তাই ব্যাংকিং খাতের সুরক্ষায় সাইবার সিকিউরিটি দেওয়া গুরুত্বপূর্ণ। এই বিষয়ে ব্যাংকগুলোকে সজাগ দৃষ্টি দিতে ও সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি তৈরির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

গতকাল রোববার মিরপুরের বিআইবিএম অডিটোরিয়ামে ‘সাইবার থ্রেড রিডনেস ফর ব্যাংকার্স’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। একইসঙ্গে ব্যাংকগুলোকে সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, রেগুলেটরি বডি হিসেবে বাংলাদেশ ব্যাংক সাইবার সিকিউরিটির বিষয়ে বেশ কিছু উদ্যোগ নিয়ে। ফলে অনলাইন পেমেন্ট সিস্টেম, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এজেন্ট ব্যাংকিংয়ের ক্ষেত্রে সাইবার সিকিউরিটি আগের চেয়ে অনেক সমৃদ্ধ হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist