বাণিজ্য ডেস্ক

  ১৩ জুলাই, ২০১৭

এসডিজি অর্জনের লক্ষ্যে বিশ্ববাণিজ্যের প্রতিবন্ধকতা দূর করার আহ্বান

বিশ্ববাণিজ্যের প্রতিবন্ধকতা দূর এবং এলডিসিভুক্ত দেশগুলোর বাণিজ্য সমক্ষমতা বৃদ্ধি করতে বাণিজ্যিক সব সংস্থাকে একত্র করে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য তিনি এ আহ্বান জানান।

গত মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ষষ্ঠ গ্লোবাল রিভিউ অফ এইড ফর ট্রেড-২০১৭-এর ‘এইড অ্যান্ড ইনক্লুসিভ ট্রেড : ফিন্যান্সিং ট্রেড কানেক্টিভিটি অ্যান্ড দি এসডিজি’স শীর্ষক অধিবেশনে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ এসডিজি অর্জন করতে সক্ষম হবে বলে ওই সভায় আশাবাদ ব্যক্ত করেন তিনি। গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তোফায়েল আহমেদ আরো বলেন, বাংলাদেশ সরকারের গৃহীত সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফল বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশের কাছাকাছি থাকবে। ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের এসডিজি অর্জনের পথ সুগম হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist