reporterঅনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি, ২০২০

জাহাঙ্গীর আলম সোনালী ব্যাংকের নতুন জেনারেল ম্যানেজার

সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার হিসেবে সদ্য পদোন্নতি পেয়েছেন জাহাঙ্গীর আলম। এর আগে তিনি সর্বশেষ আগ্রাবাদ করপোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার (শাখাপ্রধান) হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি ১৯৮৮ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার (প্রবেশনারী) পদে যোগ দেওয়ার মাধ্যমে ব্যাংকিং পেশা শুরু করেন। চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে বিকম (অনার্স), এমকম ডিগ্রি অর্জন করেছেন। Special Credit Management, Project Appraisal & Working Capital Assessment-সহ Recovery of Loans বিষয়ে উচ্চতর প্রশিক্ষণে সমৃদ্ধ জাহাঙ্গীর তার সুদীর্ঘ ৩২ বছর কর্মজীবনে সোনালী ব্যাংকের বিভিন্ন শাখার ম্যানেজার পদে এবং ভারতের কলকাতা শাখাসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েট। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার অন্তর্গত খন্দকিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close