নিজস্ব প্রতিবেদক

  ০৭ জুলাই, ২০১৯

এপেক এফআরটিআই সেমিনার শুরু কাল

এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফিন্যান্সিয়াল রেগুলেটরস ট্রেনিং ইনিশিয়েটিভের (এপেক এফআরটিআই) রিজিওনাল সেমিনার অন ফিন্যান্সিয়াল লিটারেসি অ্যান্ড ইনভেস্টরস প্রোটেকশন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার শুরু হচ্ছে আগামীকাল সোমবার। সকাল ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে চার দিনব্যাপী এ আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল শনিবার সকালে আগারগাঁওয়ে সেমিনারের প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও আন্তর্জাতিক এপেক এফআরটি সেমিনারের আহ্বায়ক ফরহাদ আহমেদ। তিনি বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো এ সেমিনার অনুষ্ঠিত হবে। বিএসইসি ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে এর আয়োজন করছে। আগামী ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত চলবে এ সেমিনার। ফরহাদ আহমেদ বলেন, আন্তর্জাতিক এ সেমিনারে বাংলাদেশসহ মোট ১০টি দেশ অংশগ্রহণ করবে।

প্রথম দিন কনফারেন্স হলেও পরের দিনগুলোতে সেমিনার চলবে। বিএসইসি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক সাইফুর রহমান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close