নিজস্ব প্রতিবেদক

  ২১ ফেব্রুয়ারি, ২০১৯

২ ঘণ্টায় ৩০০ কোটি টাকা লেনদেন

ডিএসই সূচক ঊর্ধ্বমুখী হওয়ার সঙ্গে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাত্র দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ৩০০ কোটি টাকা। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে ৩৪১ কোটি ৯৭ লাখ ৪১ হাজার টাকা।

এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৭৫৪ পয়েন্টে। ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৩১৫ পয়েন্টে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টির কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৭ হাজার ৬০৯ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ১৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close