নিজস্ব প্রতিবেদক

  ১৪ ফেব্রুয়ারি, ২০১৯

দুই ঘণ্টায় ৩০০ কোটি টাকার লেনদেন

ডিএসই সূচক ঊর্ধ্বমুখিতার সঙ্গে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাত্র দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ৩০০ কোটি টাকা। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয় ৩৬৫ কোটি ১৪ লাখ ১৯ হাজার টাকা। এ সময়ের মধ্যে উভয় স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক বেড়েছে।

এই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৭৪৭ পয়েন্টে। ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৩১০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৭ হাজার ৬০২ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২০২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০২টির কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close