নিজস্ব প্রতিবেদক

  ০৩ ফেব্রুয়ারি, ২০১৯

সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫০ লাখ ২৪ হাজার ১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯৩ কোটি ১৫ লাখ ৮ হাজার টাকা। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার ব্যাংক। কোম্পানিটির ৯ কোটি ৭১ লাখ ৩৪ হাজার ২৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬২ কোটি ১৩ লাখ ১২ হাজার টাকা।

গ্রামীণফোন রয়েছে তালিকার তৃতীয় স্থানে। কোম্পানিটির ৩২ লাখ ৯০ হাজার ৯৯৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৩ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার টাকা। তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং। কোম্পানিটির ২ কোটি ৬ লাখ ৩৭ হাজার ২৪২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৯ কোটি ৯ লাখ ৫৯ হাজার টাকা। ইউনাইটেড ফিন্যান্স তালিকার পঞ্চম স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ৯২২টি শেয়ার লেনদেন হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close