নিজস্ব প্রতিবেদক

  ০৬ আগস্ট, ২০১৮

সূচকের বড় পতনে পুঁজিবাজারে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। গতকাল ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুইটিই কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে ৬৫৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১০৫ কোটি টাকা কম। গত বৃহস্পতিবার ডিএসইতে ৭৬৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৯৪টির। আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩৫৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়া সূচক দশমিক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৫২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৮৭ পয়েন্টে। অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৩ কোটি টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৪৭১ পয়েন্টে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist