নিজস্ব প্রতিবেদক

  ১১ জুন, ২০১৮

প্রগতিশীল কর ব্যবস্থা চালু করতে হবে : ডিবিএম

সাধারণ মানুষের ওপর থেকে কর চাপ কমাতে বিদ্যমান কর ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে প্রগতিশীল কর ব্যবস্থায় রূপদানের সুপারিশ করেছে গণতান্ত্রিক বাজেট আন্দোলন (ডিবিএম)। এজন্য সংগঠনটি রাজস্ব আয়ের ক্ষেত্রে পরোক্ষ করের পরিবর্তে প্রত্যক্ষ করের ওপর গুরুত্ব দিতে বলেছে। গতকাল রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত জাতীয় বাজেট ২০১৮-১৯ পর্যালোচনা ও বাজেটোত্তর মতবিনিময় সভায় সংগঠনটি এই সুপারিশ করেছে। ইআরএফ ও ডিবিএম যৌথভাবে মতবিনিময় সভার আয়োজন করে।

ডিবিএমের সভা প্রধান ড. প্রতিমা পাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম, স্বাস্থ্য অধিকার আন্দোলনের সভাপতি ডা. রশীদ-ই-মাহবুব, ডিবিএমের সাধারণ সম্পাদক এ আর আমান, ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল, সহ-সভাপতি সালাউদ্দিন বাবলু প্রমুখ বক্তব্য রাখেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist