নিজস্ব প্রতিবেদক

  ০৯ মে, ২০১৮

গতকালও সূচকের পতনে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবারও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৬৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে ৪৭২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৭ কোটি ৩১ লাখ টাকা কম। গত সোমবার ডিএসইতে ৪৯০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ২২৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪১ পয়েন্ট কমে ৫ হাজার ৬৪২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩০৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৫ পয়েন্টে। অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২ কোটি ৩১ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪১৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist