reporterঅনলাইন ডেস্ক
  ০৭ মে, ২০১৮

ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক রইস উদ্দিন

সৈয়দ রইস উদ্দিন ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে মহাখালী শাখার ব্যবস্থাপক ছিলেন। রইস ১৯৯৬ সালে উত্তরা ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং ১৯৯৯ সালে একই ব্যাংকের রোকেয়া স্মরণি শাখার উদ্বোধনী ব্যবস্থাপক হিসাবে শাখা ব্যবস্থাপনার দায়িত্ব শুরু করেন। তিনি পরে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও এনসিসি ব্যাংক লিমিটেডে শাখা-ব্যবস্থাপকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ২০০৫ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। ন্যাশনাল ব্যাংকে তিনি উত্তরা, গুলশান, বননী এবং দিলকুশা শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং প্রধান কার্যালয়ের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট-১ এবং মানবসম্পদ বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে গণিতে স্নাত্তকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি একজন এমবিএ ডিগ্রিধারী এবং আইবিবির ডিপ্লোমায়েড অ্যাসোসিয়েট। দীর্ঘ এক যুগ ধরে তিনি ন্যাশনাল ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে পাঠদানের মাধ্যমে ঋণ বিভাগ ও বৈদেশিক বাণিজ্য বিভাগে দক্ষ ব্যাংকার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এছাড়া তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে বৈদেশিক বাণিজ্য ব্যাংকিংয়ের বিভিন্ন বিষয়ে পাঠদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist