নিজস্ব প্রতিবেদক

  ১৯ মার্চ, ২০১৮

চামড়া শিল্পে আগামী ছয় মাস ৪ ঘণ্টা ওভারটাইম

যেসব চামড়া শিল্প প্রতিষ্ঠান শতভাগ রফতানি করে, ওইসব শিল্প প্রতিষ্ঠানের একজন শ্রমিককে দিয়ে একদিনে সর্বোচ্চ ৪ ঘণ্টার অতিরিক্ত কাজ (ওভারটাইম) করানো যাবে। আগামী ছয় মাস এই অতিরিক্ত কাজ করানো যাবে। একই সঙ্গে অতিরিক্ত সময় কাজের জন্য শ্রমিককে নিয়মানুযায়ী সাধারণ হারের দ্বিগুণ ভাতা দিতে হবে। তবে প্রত্যেক শ্রমিককে পর্যায়ক্রমে প্রতি সপ্তাহে একদিন করে সাপ্তাহিক ছুটি দিতে হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।

জানা যায়, রফতানি মৌসুমে অর্ডার অনুযায়ী ক্রেতাদের কাছে ঠিক সময়ে পণ্য সরবরাহের জন্য মালিকদের অনুরোধে ওভারটাইমের সময় বাড়ানো হয়েছে। আদেশে বলা হয়, শ্রম আইন ২০০৬-এর ১০০, ১০২ ও ১০৫ ধারা থেকে আগামী ছয় মাসের জন্য চামড়া শিল্প প্রতিষ্ঠানকে অব্যাহতি দেওয়া হয়েছে। ধারাগুলো (১০০, ১০২ ও ১০৫) অনুযায়ী শ্রমিকদের দিয়ে দৈনিক ৮ ঘণ্টার বেশি কাজ করানো যায় না। তবে কোনো কোনো ক্ষেত্রে তা ১০ ঘণ্টা পর্যন্ত হতে পারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist