নিজস্ব প্রতিবেদক

  ১৯ ফেব্রুয়ারি, ২০১৮

‘পাটের সুদিন ফিরিয়ে আনতে কাজ করছে সরকার’

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী বলেছেন, দেশে পাটের সুদিন পুনরায় ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, একসময় হাতেগোনা কয়েকটি পাটজাত পণ্য বিদেশে রফতানি করা হতো। বর্তমানে ২৮৫টি পাটজাত আইটেম দেশ-বিদেশে বাজারজাত করা হচ্ছে।

গতকাল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) ও বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। চুক্তি অনুযায়ী বিজেএমসি ১০ কোটি ৬০ লাখ পাটের বস্তা বিসিএসএকে সরবরাহ করবে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ৪৩৫ কোটি টাকা মূল্যের এসব পাটের বস্তা সরবরাহ করা হবে। বিজেএমসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সালেহ উদ্দিন ও বিসিএসের পক্ষে স্বাক্ষর করেন বিসিএসের প্রথম ভাইস প্রেসিডেন্ট ড. কামরুল হোসেন চৌধুরী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist