reporterঅনলাইন ডেস্ক
  ৩০ জুন, ২০১৭

পৃথ্বীশ চক্রবর্ত্তীর কবিতা

স্বর্গীয় অপ্সরী মেঘ

স্বর্গের অপ্সরী যেন সাদা-কালো

ডানাওয়ালা উড়ে চলা মেঘ।

কত বন-উপবন, পাহাড় পেরিয়ে যাও।

মাঠ-ঘাট, নদ-নদী, ফসলের ক্ষেত ও

সমুদ্র থেকে সমুদ্রের ওপর দিয়ে,

জ্যোৎস্না রাতের চাঁদের ঝিলিক

মেরে উড়ে যাও, মিলিয়ে-ভুলিয়ে

যাও হাজার তারার মেলায়-খেলায়,

দূর হতে দূরের আকাশে, লোক-লোকান্তরে।

রৌদ্রদগ্ধ পৃথিবীরে সিক্ত, শান্ত করতে

অথবা প্রাণ দান করতে, সবুজ-শ্যামল

করতে মেঘ! কান্না দেখেছি তোমার

বৃষ্টি নামের চপল মেয়ের মতোন,

তরুণীর যৌবনের মতোন সবুজ

আরও সবুজ প্রেমাসিক্ত হৃদয়ে

তোমার হোক আগমনী।

নদীর দুঃখ

আষাঢ় মাস এলে শ্রাবণ মাস এলে

সারা আকাশজুড়ে উইড়া যায় মেঘ

ঘুইরা যায় মেঘ নীল আঁধার মেঘ

আকাশে যায় শোনা বাতাসে যায়

শোনা মেঘের ডাকাডাকি মেঘের

হাঁকাহাঁকি কাইন্দা ওঠে মেঘ বৃষ্টি

নাইমা আসে বাতাসে ভর করে বৃষ্টি

পড়তে থাকে বৃষ্টি ঝরতে থাকে পাইড়া

ঢল নামে নদীর মাঝ দিয়া নদীর বুক

দিয়া নদীর কূল ভাঙে নদীর বুক ভাঙে

এভাবে বন্যা হয় বন্যার জল ঢুকে মাঠের

পর মাঠ গ্রামের পর গ্রাম জলে

ভাইসা যায় বিলীন হয়ে যায়

মানুষ পশু-পাখি ফুল-ফল-ফসল

সম্পদ-ঘর-বাড়ি তখন সব মানুষ

সকল পশু-পাখি চিৎকার দিয়ে বলে

খারাপ মুখে বলে ‘ও’ সর্বনাশা নদী

ফসল ধ্বংসী নদী যমের মতো নদী

নদীর দুঃখ কেউ নদীর কষ্ট কেউ

কখনোই বুঝে না বুঝতেও চায় না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist