শারমিন সুলতানা রীনা

  ১০ জুলাই, ২০২০

বরফ ঘুম

(সাংবাদিক হুমায়ুন কবির খোকন স্মরণে)

উষ্ণতা অবজ্ঞা করে

আচ্ছন্ন হলে অন্য ঘুমের মায়ায়

আমাদের বাঁধন ছিঁড়েÑ

ফিরে গেলে ক্ষণিকের অতিথি আমার

কোনো ব্যাকুলতায় সাড়া দেওয়া নিষেধ

বরফ ঘুমের পূর্ণগ্রাসে তলিয়ে গেছো

তোমার নিথর দেহে ভেজা চোখে

কে চুলে বিলি কাটে

মুখম-ল ছুঁঁয়ে দেয় কোমল ভালোবাসায়?

চিরকালের উপমায়িত নাম ধরে

কে আর্তনাদ করে

দেখলে না একটিবারও...

সব নৈরাশ্যের ভার অবলীলায় চাপিয়ে কোথায় পালালে সাংবাদিক!?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close