ব্যাকরণ

  ২০ সেপ্টেম্বর, ২০১৯

শাহীন ভূঁঞা

কবির ব্যাকরণ নদী, নদীই কবির ব্যাকরণ

আসমুদ্র ঢেউভাষা তার পাঠ

নদীর সাথে কথা বললে ভাষারা খোলে মুখ

শব্দ হয় ধারালো, কবিতা হয় শৈল্পিক

নদীই কবির ব্যাকরণ- ভাষাবিদ্ধ আদিগন্ত বুক

ভাষার ডুবুরি কবি, ভাষায় ডুবায় রক্তাক্ত চিবুক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close