বজলুর রশীদ

  ২৫ মে, ২০১৮

স্বপ্নের সমীকরণ

পূর্ণিমার রাতে বয়ে চলা সড়কে

হোক না তা সরষেদানা দেখার মতো,

তবু কেন রাতজাগা পাখি

বিলাপে জেগে ওঠে?

নিখুঁত চিত্রকলার উচ্ছ্বাসে

যতই তোমার ছবি স্বপ্নে আঁকি,

ঘুম ভেঙে গেলে কেন

ভাবনাগুলো বিষণœতায় গিলে খায়?

বুকের ভেতর ভালোবাসার বীজ

যতই বুনি না কেন?

তোমার সুবাসিত ঘ্রাণের প্রহরÑ

বসন্তের আগমনী খবরে কখন যে গড়িয়ে

ভিন্ন হিসাবে বৈশাখে চলে যায়

তা শুধু জল জোছনায়

যুবতী নদী বোঝে সমুদ্র সঙ্গমে?

অতঃপর, স্বপ্নিল আকাশ রয়ে গেল

একটা স্বপ্নের সমীকরণে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist