নিজস্ব প্রতিবেদক

  ১০ জুন, ২০২০

করোনা সংক্রমণ থেকে বাঁচতে বেশি করে তওবা করুন

হজরত জাকির শাহ

রাজধানীর ফার্মগেটে অবস্থিত কুতুববাগ দরবার শরিফের পীর হজরত জাকির শাহ নকশবন্দি মোজাদ্দেদি কুতুববাগী ভয়াল করোনা সংক্রমণজনিত পরিস্থিতি থেকে বাঁচতে বেশি বেশি করে তওবা করার আহ্বান জানিয়েছেন।

৮ জুন সোমবার রাতে এক লাইভ অনুষ্ঠানে তিনি ভক্ত ও দেশবাসীর উদ্দেশে বলেন, সংকটময় এই সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করতে হবে। আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগে তওবা কবুল হয়। তাই এই সময় সবাইকে ১০১ বার করে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে সবাইকে জরুরি কাজ ছাড়া বাইরে যেতে নিষেধ করেছেন ও বিত্তশালীদের প্রতি দরিদ্র অসহায় মানুষকে সাহায্যের আহ্বান জানিয়েছেন। করোনা সংক্রমণ থেকে বাঁচতে তিনি গরম পানি, ভিটামিন সি-সমৃদ্ধ খাবার বিশেষ করে লেবু এবং গ্রিন টি বেশি বেশি করে পান কারার আহ্বান জানান। প্রয়োজনে তুলশীপাতা ও পুদিনাপাতাও খাওয়া যেতে পারে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সামাজিক দূরত্ব কঠোরভাবে অনুসরণ করে স্বাস্থ্যবিধি মেনে জীবন-যাপন করতে হবে, এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। ১ ঘণ্টা ১০ মিনিটের ওই লাইভ অনুষ্ঠানে দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত যোগদান করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close