নিজস্ব প্রতিবেদক

  ০৮ আগস্ট, ২০১৯

মোটরসাইকেলের সাইলেন্সারে কোটি টাকার স্বর্ণ

মোটরসাইকেলের সাইলেন্সারের মধ্যে লুকিয়ে অভিনব পদ্ধতিতে পাচারের সময় প্রায় তিন কেজি স্বর্ণ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর সীমান্ত এলাকায় গতকাল বুধবার দুপুরে বিজিবির একটি দল অভিযান চালিয়ে স্বর্ণগুলো জব্দ করে। জব্দ হওয়া স্বর্ণের দাম প্রায় ১ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা। তবে এ সময় তারা কাউকে আটক করতে পারেনি।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে মোটরসাইকেল চালিয়ে এক ব্যক্তি ভারত সীমান্তের দিকে যাচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা মোটরসাইকেলের চালককে থামতে বললে চালক শার্শা উপজেলার দুর্গাপুর এলাকার মোড়ে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলটির সাইলেন্সারের মধ্যে ২ কেজি ৮০০ গ্রাম ওজনের ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বলেন, ভারতে পাচারের উদ্দেশ্যে মোটরসাইকেলের সাইলেন্সারের মধ্যে বিশেষভাবে স্বর্ণের বারগুলো লুকিয়ে রাখা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close