নরসিংদী প্রতিনিধি

  ০৫ নভেম্বর, ২০১৮

নরসিংদীতে ডিবি পরিচয়ে প্রতারণা গ্রেফতার ৩

নরসিংদীতে ডিবি পরিচয়ে প্রতারণা করার সময় ৩ ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার সকালে জেলা গোয়েন্দা অফিস কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটকরা হলেন মাদারীপুর জেলার আ. মান্নান সরদারের ছেলে তৈয়ব আলী (৪০), বরগুনা জেলার আলী মৃধার ছেলে আবুল কাশেম ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজা উপজেলার নরুল ইসলামের ছেলে মাইন উদ্দিন (৩৫)। গত শনিবার গভীর রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়ান্দা শাখার উপ-পুলিশ পরিদর্শক আ. গাফফার (পিপিএম) ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী ভেলানগর হতে একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেন। তিনি আরো জানান, ওই সময় তাদের নিকট হতে একটি ওয়্যারলেস সেট, একজোড়া হাতকড়া ও একসেট পুলিশের ইউনিফর্মও জব্দ করা হয়। আটকরা সারা দেশের শতাধিক সহযোগীর সমন্বয়ে দীর্ঘদিন ধরে এরূপ অপরাধ সংঘটিত করে আসছে, বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে অসংখ্য মামলাও রয়েছে।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষকে হয়রানি করে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার অন্যতম হোতা তৈয়ব আলীকে দুই সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close