নিজস্ব প্রতিবেদক

  ১১ জুলাই, ২০১৮

রোহিঙ্গা শিশুদের ভয়াবহ চিত্র বিশ্ববাসী দেখতে চায় না

মাসুদ বিন মোমেন

রোহিঙ্গা শিশুদের ওপর সহিংসতার ভয়াবহ চিত্র যেন বিশ্ববাসীকে আর দেখতে না হয় মিয়ানমারের নেতৃত্বের কাছে এটাই প্রত্যাশা করেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। গত সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘শিশু ও সশস্ত্র সংঘাত : আজ শিশুদের সুরক্ষা দিন বন্ধ হবে আগামী দিনের সংঘাত’ বিষয়ক উন্মুক্ত আলোচনায় তিনি এ কথা বলেন। গতকাল মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

নিরাপত্তা পরিষদের সম্প্রতি বাংলাদেশ ও মিয়ানমার সফরের কথা উল্লেখ করে মাসুদ বিন মোমেন বলেন, ‘শিশুদের সুরক্ষার প্রয়োজনীয়তা যে কত তীব্র হতে পারে তা নিরাপত্তা পরিষদের প্রতিনিধিরা বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তাদের পরিদর্শনকালে দেখে এসেছেন। ২০১৭ সালের আগস্ট থেকে এ পর্যন্ত সাত লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে যার প্রায় ৫৮ ভাগ শিশু। এ পর্যন্ত এতিম শিশু পাওয়া যায় ৩৬ হাজার ৩৭৩ জন। মা-বাবা দুজনকেই হারিয়েছে এমন শিশু রয়েছে সাত হাজার ৭৭১ জন। পিতা-মাতাহীন এসব শিশুরা আজ মানবপাচার, যৌন নির্যাতন এবং বিভিন্ন অপরাধ কর্মকান্ডের শিকার হওয়ার ক্ষেত্রে খুবই নাজুক অবস্থায় রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist