পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর, ২০১৭

পাঁচবিবিতে বন্যায় পানচাষিদের ব্যাপক ক্ষতি

জয়পুরহাটের পাঁচবিবিতে টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পানির কারণে উপজেলার বিভিন্ন নিচু এলাকায় বন্যা দেখা দেয়। এ কারণে অন্যান্য আবাদি ফসলের পাশাপাশি পানচাষিদের বরজে ব্যাপক ক্ষতি হয়।

সীমান্তঘেঁষা শালুয়া, চেঁচড়া ও রামভদ্রপুর গ্রামের পানচাষিদের বরজে সরেজমিনে গিয়ে দেখা যায়, শচীন চন্দ্র বন্যায় ক্ষতির পর যেটুকু পানগাছ রয়েছে তা টিকিয়ে রাখার জন্য কাজ করছেন। বন্যার পানি বেশি দিন জমে থাকার কারণে বরজের সব পানগাছ মরে গেছে। এমনকি বরজের ছাউনি, বেড়া ও পান গাছগুলো উপরে জড়িয়ে ওঠার জন্য সারিবদ্ধ বাঁশের কাঠিগুলোও পচে নষ্ট হয়েছে।

এলাকার পানচাষিরা বলেন, বন্যায় আমাদের বরজের সবশেষ। তবে আবারও তারা পূর্বপুরুষদের রেখে যাওয়া পান চাষকে টিকিয়ে রাখার জন্য বরজে পুরোদমে কাজ করছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ২৬ একর জমিতে পান চাষ হয়েছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist