মেহেরপুর প্রতিনিধি

  ১৫ জুলাই, ২০১৭

মেহেরপুরে পুলিশের ব্যতিক্রম উদ্যোগ

পরিবেশ ভারসম্য রক্ষায় মেহেরপুর জেলা পুলিশ বৃক্ষ রোপনের এক ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল শুক্রবার মেহেরপুর কলেজ মোড়ে পুলিশ সুপার আনিছুর রহমান বৃক্ষ রেপানের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জেলা কর্মকর্তাসহ পুলিশের শতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলার বিভিন্ন সড়কের দু‘পাশে ফলজ বনজ ও ঔষুধি গাছের পাঁচ হাজার বৃক্ষ রোপন করবে বলে জনিয়েছে মেহেরপুর জেলা পুলিশ। পুলিশ সুপার আনিছুর রহমান জানান, বাংলাদেশ পুলিশ তাদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে থাকে। এরই অংশ হিসাবে সদর থানার রাস্তার পাশে বিভিন্ন জাতের গাছ রোপনের কার্যক্রম শুরু করা হয়েছে। এ বছরে মেহেরপুর জেলা পুলিশ বিভিন্ন রাস্তার পাশে পাঁচ হাজার গাছ রোপন করবে। দেশে যেভাবে বৈষ্ণিক উষ্ণতা ও জলুবায়ু পরিবর্তন হচ্ছে সে ক্ষেত্রে গাছ রোপনের কোন বিকল্প নেই। সামাজিক এ কার্যক্রমে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণের আহবান জানান পুলিশের এই কর্মকর্তা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist