চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ২৮ মে, ২০১৭

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে জালিয়াতি

স্বাক্ষর ও ছবি জাল করে জমি রেজিস্ট্রির অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে জালিয়াতির মাধ্যমে দাতার ছবি ও স্বাক্ষর জাল করে জমি রেজিস্ট্র্রির অভিযোগ উঠেছে। মোটা অংকের টাকার বিনিময়ে সদর সাব রেজিস্টার নজরুল ইসলামের যোগসাজশে বড় ধরনের এ জালিয়াতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জমির মালিক আবদুল মানিক চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। এছাড়াও সাব রেজিস্টার নজরুল ইসলাম, করণিক আস্তার আলী ও মোহরার আফজাল হোসেনের বিরুদ্ধে ব্যাপক ঘুষ-বাণিজ্য ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। তার সীমাহীন ঘুষ-বাণিজ্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ ও দলিল লেখকরা। ভুক্তভোগীরা জানান, চাহিদামতো টাকা দিলেই সব অনিয়মই বৈধ হয়ে যায়। ঘুষ ছাড়া এখানে কোন দলিল রেজিস্ট্রি হয় না। জানা গেছে, সদর উপজেলা সাব রেজিস্টার নজরুল ইসলাম যোগদানের পর থেকেই নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন। সরকারি নিয়মনীতির কোন বালাই নেই এ সাব রেজিস্ট্রি অফিসে। বিষয়টি জানতে পেরে জমির মালিক আব্দুল মানিক এ জালিয়াতির ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। এদিকে থানায় অভিযোগের পর ওই দলিলের দুটি পাতা সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাবের রেজা আহমদ জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সাব-রেজিস্টার নজরুল ইসলাম এই জালিয়াতির কথা স্বীকার করে জানান, অসাবধানতাবশত এই দলিল রেজিস্ট্র্রি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিবন্ধন ম্যানুয়াল ২০১৪ ৩০৭ (ক) এর ধারা অনুযায়ী অবৈধভাবে মোহরার আফজাল হোসেনকে দিয়ে দলিল যাছাই-বাছাইসহ অন্যান্য দলিলে সংকেতের মাধ্যমে দলিল লেখকের কাছ থেকে প্রকাশ্যে টাকা নেয়া বিষয়ে সাব রেজিস্টার নজরুল ইসলামকে প্রশ্ন করা হলে তিনি বলেন- ‘এসব আমার ক্ষমতাবলে করছি। অভিযোগকারী মানিকের সঙ্গে বিষয়টি নিয়ে আপোষের আলোচনা চলছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist