নেত্রকোনা প্রতিনিধি

  ২০ জানুয়ারি, ২০১৭

গোপনে লাইব্রেরিয়ান নিয়োগের পাঁয়তারা

নেত্রকোনার সদরের কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী লাইব্রেরিয়ান পদে প্রধান শিক্ষিকার পছন্দের প্রার্থীকে গোপনে নিয়োগ দেয়ার পায়তারার অভিযোগ উঠেছে। গোপনে নিয়োগ দেয়া বন্ধের দাবীতে গতকাল বৃহস্পতিবার আবেদন প্রার্থী শিল্পী রানী কর জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন নাহার লাকী ২০১৫ সালের ১০ জুন বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক (গার্হস্থ্য), একজন সহকারী শিক্ষক (গণিত), একজন সহকারী শিক্ষক (ইংরেজী), একজন সহকারী লাইব্রেরিয়ান পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেন। ওই সময়ে সহকারী লাইব্রেরিয়ান প্রার্থীর নিয়োগ নিয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাথে প্রধান শিক্ষিকার বনিবনা না হওয়ায় পদটি স্থগিত রেখে বাকী ৩টি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন নাহার লাকী স্থগিত পদটির বিপরীতে তার পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ২০ জানুয়ারি গোপনে নিয়োগ পরীক্ষা সম্পন্নের পায়তারা করছেন।

সহকারী লাইব্রেরিয়ান পদে আবেদনকারী কলমাকান্দা সদরের নির্মল করের স্ত্রী শিল্পী রানী সাহা বলেন, বিজ্ঞপ্তির পর আমরা ১০-১২ জন আবেদন করেছিলাম। কিন্তু আমাদের না জানিয়ে গোপনে ৩-৪ জনকে দিয়ে একটি নিয়োগ পরীক্ষা দেখিয়ে প্রধান শিক্ষিকা তার পছন্দের প্রার্থীকে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ দিবেন বলে আলোচনা শুনছি।

এ ব্যাপারে প্রধান শিক্ষিকা কামরুন নাহার লাকীর সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

উপজেলা শিক্ষা অফিসার এফ.এম.আ. ওয়াজেদ আলী বলেন, ২০ জানুয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শূণ্যপদে সহকারী লাইব্রেরিয়ান নিয়োগের তারিখ ধার্য্য রয়েছে। বিজ্ঞপ্তির ব্যাপারে আমার কিছু জানা নেই।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আ.লীগ নেতা চন্দন বিশ্বাস বলেন, বিদ্যালয়ে কোন নিয়োগ পরীক্ষা হবে না। নিয়োগ পরীক্ষা হলে সভাপতি হিসেবে আমার জানার কথা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist