বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

  ০৭ আগস্ট, ২০২০

অতিরিক্ত ভাড়া নেওয়ায় ১৫ পরিবহনকে জরিমানা

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে ১৫টি বাসে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার উপজেলা নর্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে ৬২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, বনপাড়া-ঢাকা মহাসড়কের বড়াইগ্রামের মাঝগাঁও ইউপি মোড়ে অবস্থান নিয়ে ভ্রাম্যমাণ আদালত বাসে করোনাকালীন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না তা তদারকি করেন। একই সঙ্গে যাত্রীদের সঙ্গে কথা বলে ও টিকিট চেক করে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা প্রমাণিত হলে ১৫টি বাস কর্র্তৃপক্ষকে জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close