ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

  ০৮ সেপ্টেম্বর, ২০১৯

বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ব

- কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, ‘বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ব। যারা মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্তকে সোনালী ফসলে রুপান্তরিত করে তারা শ্রমের ন্যায্য মূল্য পাবেনা তা হতে পারে না। তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য দিতে হবে। এজন্য সরকারের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

গত শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ চত্তরে মুক্তিযুদ্ধের সাবসেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা মরহুম মেজর আফছার উদ্দিন আহম্মেদ এর ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় খাদ্রমন্ত্রী এসব কথা বলেন।

স্মরণ সভায় কৃষিমন্ত্রী আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার শাষন আমলে বাংলাদেশ ভিক্ষুকের জাতি থেকে খাদ্যে উদ্বৃত্ত জাতিতে পরিণত হয়েছে। তাই কৃষকরা যাতে মাথা উচু করে দাঁড়াতে পারে তার জন্য তাদের উৎপাদিত ধানসহ সবজি ফল-মুলেরও ন্যায্যমূর‌্য নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে কেন্দ্রীয় আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, এবাইদুল করিম বুলবুল এমপি, আলহাজ্ব কাজিম উদ্দিন আজম্মেদ ধনু এমপি, ময়মনসিংহ জেলা আ.লীগের সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, উপজেলা আ.লীগের সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা পৌর মেয়র ডা. মেজবাহউদ্দিন কাইয়ুম, জেলা আ.লীগের শিল্পবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, মেজর আফসার স্মৃতি সংসদের সভাপতি এস এম মিয়াচাঁন, রহিমা আফরোজ শেফালী, ব্যারিষ্টার জেসমিন কাজিম পুতুল, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান রিপন, সম্পাদক এজাদুল হক পারুল, ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন, সম্পাদক সাহারীয়ার সজিব প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close