শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ০৯ জুন, ২০১৯

শিবালয়ে নেই ভ্রমণপিপাসুদের পর্যটনকেন্দ্র

মানিকগঞ্জের শিবালয়ের ভ্রমণ স্থান থাকলেও থাকলেও নেই কোন ভ্রমণ কেন্দ্র। এতে বিপাকে পড়েন ঘুরতে আসা ভ্রমণ পিপাসুরা।

পর্যকট ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন শিবালয় উপজেলার যমুনা তীরে অবস্থিত তেওতা জমিদার বাড়িতে ঘুরতে শত মানুষ। এ জমিদার বাড়ির আয়োতন প্রায় ১৫ একর। জমিদার বাড়িতে দেখার মত অনেক কিছু থাকলেও সরকারিভাবে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কোনো উদ্যোগ নেই।

এদিকে ঈদের পরদিন থেকে দেখা যায় ভ্রমন পিপাসুদের উপচে পড়া ভিড়। ভ্রমন পিপাসুরা উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বোয়ালী রাস্তার ফাঁকা প্রায় এক কিলোমিটার রাস্তাকেও বিনোদন কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন। সেখানে দেখার মত তেমন কোন কিছু না থাকলেও মুক্ত আবহাওয়া খাওয়ার জন্যই ভ্রমন পিপাসুরা আসেন।

কেন্দ্রীয় সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আতিকুর রহমান জানান, তেওতা জমিদার বাড়িতে সরকারিভাবে জাতীয় কাজী নজরুল ইসলামের জম্ম ও মৃত্যু বার্ষিকী পালন করা হয়।

তেওতা জমিদার বাড়িকে সংস্কার করা হলে গড়ে ওঠতে পারে পর্যটন কেন্দ্র। যদিও সরকারি ভাবে নবরতœকে মেরামত করা হয়েছে। এখানে পর্যট কেন্দ্র গড়ে তুললে বিপুল পরিমাণ ভ্রমণপিপাসুদের আগমন ঘটবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close