প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২১ মে, ২০১৯

ধানের ন্যায্যমূল্যের দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন

ধানের ন্যায্যমূল্য ও সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন কৃষকরা। গতকাল সোমবার এ কর্মসূচি পালন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

মৌলভীবাজার : মৌলভীবাজারে মানববন্ধন করেছে হাওর বাঁচাও, কৃষক বাঁচাও, কৃষি বাঁচাও সংগ্রাম পরিষদ ও জেলা বন্যা প্রতিরক্ষায় প্রেসার গ্রুপ। সোমবার দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে যৌথ উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও পথসভায় বিভিন্ন শ্রেণি-পেশার জনসাধারণ অংশ নেন।

সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বাদশার সভাপতিত্বে ও কলেজছাত্র আশরাফ আলীর পরিচালনায় বক্তব্য দেন প্রেসার গ্রুপের সভাপতি সাংবাদিক বকশী ইকবাল আহমদ, সম্পাদক সাংবাদিক ইমাদ উদ দীন, সুজনের জেলা সভাপতি ডা. ছাদিক আহমদ, মৌলভীবাজার প্রেস ক্লাবের সহসভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রধান শিক্ষক রাশেদা খানম, হাওর বাঁচাও, কৃষক বাঁচাও, কৃষি বাঁচাও সংগ্রাম পরিষদ কুলাউড়া উপজেলা সভাপিত প্রভাষক মোতাহার হোসেন, ইম্পিরিয়াল কলেজের প্রভাষক সিতাব আলী, সায়েদ আলী প্রমুখ।

বেড়া (পাবনা) : পাবনার বেড়ায় মানববন্ধন করেছে ছাত্র ফেডারেশন, বেড়া শাখার নেতাকর্মীরা। ছাত্র ফেডারেশনের আহ্বায়ক লিমন সরকারের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের সদস্য সচিব শাহেদ ইসলাম, সদস্য শাকিল আহমেদ, হিরো সরকারসহ অন্য সদস্যরা। বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সংগঠনের দলীয় কার্যালয়ের সামনে তারা অবস্থান করেন।

তাড়াশ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের তাড়াশ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন ‘আমরাও আছি পাশে’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাব আলী কিরন, কমিউনিস্ট পার্টির সভাপতি ইমান আলী, জাতীয় সমাজতান্ত্রিক দলের জেলা সদস্য গোলাম হাফেজ, সমাজকর্মী মীর শহিদুল ইসলাম, প্রবীন সাংবাদিক আবদুর রাজ্জাক রাজু, গাজী সাইদুর রহমান সাজু, নারী নেত্রী রোকসানা খাতুন, কৃষক শাহ আলম প্রমুখ।

রানীশংকৈল (ঠাকুরগাঁও) : ঠাকুরগাাঁওয়ে রানীশংকৈলে জাতীয় কৃষক সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক ইয়শিন আলী, কৃষক সমিতির উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হামিদুর রহমান, সম্পাদক সাদেকুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির উপজেলা সভাপতি তৈয়মুর রহমান, সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close